কাদের বাবু-এর ছড়া


প্রিয়তমা



তোমার পেছনে ছুটেছি কত না  
পাইনি কখনো ধরা
তোমার সাথেই তাই তো এখন
আমার এই ভাব করা।

প্রেমিকা তোমার পেছনে ছুটেছি
পেতে তোমাকে কাছে
তোমার মাঝেই জীবন ও মরণ
জেনো লুকিয়ে আছে।

কাছে আসো আর ভালোবাসো খুব
ভালোবাসা পাবে তুমিও
কষ্টে যখন থাকব ভীষণ
এই আমাকেই চুমিও।

তোমার সাথে ভালোবাসাটাকে
করতে পোক্ত-পাকা
কাছে টেনে নেই, আদর করি
ওগো প্রিয়তমা টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন