কাজী মেহেদী হাসান -এর কবিতা

নামতা 



বৃষ্টি হোক বা না হোক, বৈরুত থেকে বারান্দায় 
বিশ্বাসের বাতাসে তোমার চুল দোল খাবে
                                               মনে পড়বে।

  
যদিও হাতে অনেক কাজ
বাড়ি থেকে এবার মায়ের দুশ্চিন্তাগ্রস্থ চোখ নিয়ে ফিরেছি
তবু খুব ভুল হচ্ছে ইদানিং
অফিসের দরকারী কাগজের ভেতর চলে আসছে পুরনো সব চিঠিপত্র 
হাতে লেবুপাতা ঘষে নিলে যেভাবে অরণ্যের গন্ধ পায় মানুষ
এ্যকুরিয়ামের উজ্জ্বল মাছ যেভাবে জানিয়ে দ্যায় সামুদ্রিক অন্ধকার 
ঠিক সেভাবে... 
সেভাবে... 
খুব ভুল হচ্ছে ইদানিং
পকেট হাতড়ালে হাতে উঠে আসছে সিগারেট
কারও আসবার কথা ছিল?

  
জলফড়িং এর ব্যস্ততা আমার
তবু স্মৃতির তিরাশিতম পৃষ্ঠা খুলে দেখি 
তোমার মুখের মতো ধবধবে সকাল
গোপনীয় তিনটে তিল
কানের নিচে ছয়'শ বাইশ ভোল্টের বিদ্যুৎ 
সব...
সবকিছু... 
মগজের বই ভাঁজ কোরে রেখে দেই
খুব ভুল হচ্ছে আজকাল।

  
তবু দ্যাখা হোক বা না হোক, ঢাকা কিংবা কলকাতা 
নিঃশ্বাসের শব্দে একদিন তোমার ঘুম ভেঙে যাবে
                                                       মনে পড়বে 
                                                  খুব মনে পড়বে।

কাজী মেহেদী হাসান
ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন