শামীম আরেফীন'র কবিতা...


আয়নাঘর



দেয়ালের চারপাশে অসংখ্য আয়না গেঁথে রেখে
মাঝখানে নৃত্য করে চলেছো একা
নাচের মুদ্রায় ভেঙে পড়ছে তারাদের ঝাড়বাতি
হাওয়া থেকে এক ঝাক উড়াল মাছ তোমার চোখের
খুব গভীরে ডুব দিয়ে
ফিরে যাচ্ছে শরীরতাড়িত সমুদ্রের দিকে

দেয়ালে দেয়ালে প্রতিফলিত অসংখ্য তুমি
প্রতিটি আয়নার ভেতরে ঢুকে তন্নতন্ন করেছি 
দোদুল্যমান প্রকৃত তোমাকে
অনির্ণীত ব্যথায় ডালিম ফলের মত লাল দীর্ঘশ্বাস 
কেটে কেটে ছড়িয়ে দিয়েছি সমস্ত ঘরে

তোমার নানাবিধ ছায়া মুখস্ত করে করে রাতের অন্ধকার
আরো গভীর রেখায় নুয়ে পড়ে ক্লান্তির পাশে
অথচ একটিমাত্র উচ্চারণ কেমন নিস্তব্ধ করে তোলে 
ঘড়িদের আয়ু, তুমি তা জানবে না কখনোই
একক আয়নাঘরে তোমার বিবিধ বিভ্রান্তি পাক খেয়ে
নেমে এলে ঘুমের উপর, শঙ্খ থেকে উড়ে যায় ধ্বনি

অপেক্ষার অপর প্রান্তে উহ্য রেখে পায়ের কোলাহল
যখন পাশ ফিরে থাকো, তোমার ছড়ানো চুলের ভেতর
শুয়ে থাকে হারানো সন্ধ্যার ঘ্রাণ
যদিও সেইসব দৃশ্যরেখা অগ্রাহ্য করে তোমার সতর্কিত স্বভাব।


©লেখক : শামীম আরেফীন, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন