পলিয়ার ওয়াহিদ-এর কবিতা


গমচাষী আব্বা (৪)


হাসতে হাসতে আব্বা মিষ্টি আলুর ক্ষেতে গেলেন। যেভাবে পুরুষেরা নারীর কাছে গলে যায়। মা মান-কচুর তলায় ঘাটকোল খুঁজছে। দাদীর গিঁট ব্যথা আর এ্যালার্জির জন্যে যা পরম ওষুধ। গলদা চিঙড়ি আর ছোট মাছ নিয়ে বাড়ির ফটকে ঢোকে দুলাভাই। আব্বা বলেন—যাক আজ আর সেক্সি খেতে হবে না! 

ছোট মাছের জীবন নিয়ে—তখন কতো রকম আফসোস করছে আমার বড়মা!   

বালধরায় গাছো দা বালি দিতে দিতে আব্বা নখের উপর পরখ করে—ধার। কোমরে খুঙরি বাঁধতে বাঁধতে বলেন—মানুষের  হিঙসার গাছ যত বড় হবে, ততই খেঁজুর গাছের গালে রস কমে যাবে!

আব্বারা কতো চরিত্রে অভিনয় করেন—কোনো পুরষ্কার পান না!

●লেখক : পলিয়ার ওয়াহিদ, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন