কালপুরুষ -এর কবিতা

প্রতিশোধ 



আমার প্রেমিকাদের শরীরের প্রধান সান্ত্বনা আমি আর বেশি দিন বাঁচবো না
তারা নিজেদের পছন্দে বিয়ে কোরে নেবে

ছেলের বয়স ১৬ হ'লে,
আমার যুদ্ধের কবিতাগুলো পড়তে দেবে;
রাত ১টা পার হয়ে গেলে
গোপনে মেয়েকে একটি রোম্যান্টিক কবিতা দেখিয়ে বোলবে—
'আমার জন্য লেখা;
সেবার জোর কোরে পাহাড়ে নিয়ে গিয়েছিলো আমাকে
আর ওটাই ছিলো শেষ'

মেয়েটা কোনো কোনো রাতে অরণ্যে প্রবেশের পূর্বে হেমন্তের বারান্দায় গিয়ে দাঁড়াবে—
'তোমার কবিতা আমাকে ভালোবাসতে শেখাচ্ছে বাবা'

কালপুরুষ
ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন