বি পজিটিভ
আমি কিন্তু ভীষণ পজিটিভ মাইন্ডের লোক
রক্তে আমার বি পজিটিভ অনু
কারারক্ষী নিহত হয় হোক
আর ক্যন্টনমেন্টের ভেতরে মরুক কোন তনু
পত্রিকা খুললেই শতেক খুনের খবর
আমার তাতে কি আসে আর যায়
আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে তো শুনি
আমার তবে কিসের এত দায়?
পত্রিকা খুলেই খুঁজব ভালো খবর
দিনটা তবে কাটবে ঠিক ঠাক
কি দরকার এত খবর নিয়ে
মাছ টা কে ঢাকল দিয়ে শাক?
সত্য কথায় কানটা রাখব ঢেকে
সত্য বলবনা আগলে রাখব জিভ
চোখ মেলে দেখব না সত্যি গুলো
হব না আমি কিছুতেই নেগেটিভ।
০
নাজিয়া ছায়া
ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন