তৃতীয় বিশ্ব
তৃতীয় বিশ্বের গাড়ল বুদ্ধিজীবিদের
প্লাস্টিকসার্জারি করা ভাবনাগুলো
অবশেষে হয়ে যায়
কাঠবিড়ালীর শ্রেষ্ঠ খাবার।
নুন আর চিনির তফাৎ বুঝে ওঠার আগেই
রাধুনির সিথির সিঁদুর মুছে যায়
কালের কালো ধোঁয়ায়।
বাতাসে ভেসে আসা হিমায়িত
বাক্যালাপ
জমতে থাকে মস্তিষ্কের মিহি
চাদরে।
ডিমলাইটে জ্বলে ওঠা আমাদের
অক্ষমতার
প্রতিষেধক একদিন ঠিকই আবিষ্কার
করবে
সময়ের শ্রেষ্ঠ সন্তানেরা।
০
আদিত্য আনাম
ময়মনসিংহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন