জাহিদ কাজী'র ছড়া...


বিজয় মানে



বলল খোকা, কও তো দাদু বিজয় মানে কী?
বলল দাদু, বিজয় মানে 
সবাই জানে 
বীরের বেশে জয় 
ডিসেম্বরে হয়!
ঢুকছে কানে কি?

বলল খোকা, এবার বলো শহিদ মিনার কী?
বলল দাদু,   সেই মিনারে
ইট কিনারে 
বীর শহিদের
ত্যাগটা দেখেছি। 

বলল খোকা,  পতাকাটা লাল-সবুজ কেন?
বলল দাদু, সেই পতাকায় 
সবুজ চেনায়
তারুণ্যেরই 
ছোঁয়া আছে
বীর শহিদের 
রক্ত আছে, জেনো!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন