জয়ন্ত জিল্লু-এর কবিতা


সাকিয়া সিরিজ (২১)


বৃষ্টি, অথচ কোথাও সোহাগের জল নেই সাকিয়া! জলের ভেতর উট হাঁটছে, পয়মন্ত দূরত্ব ভাঙছে ঢেউ। তবুও নেই, নেই হয়ে আছে আমাদের শাড়িপাড় সদৃশ ফুল আঁকা ঘুম, রাতের নির্ভেজাল জোছনায় নিজেদের দেখা, আলোর দিকে, কিংবা চুপচাপ মায়াসভ্যতায় নেই জল। এখন মুখোমুখি মুখ খুঁজি, পায়ের দিকে ছায়া, বুকের দিকে একটা টান খুঁজি; সাকিয়া যেন আমরা গাভীন মেঘে চরে চরে একদা ফর্সা আকাশ হবো, যেন আমরা নিজের দিকে চুপচাপ দহন হবো, যেন চন্দনকাঠের দিকে আগুনের প্রার্থনা নিয়ে আমরা উড়ে যাব আরশে আজিম। যেন, প্রার্থনা এই: আমাদের অন্তত এক ফোঁটা জল দাও, চোখের ভেতর ঢেলে দাও সোহাগের জ্যোতি। সাকিয়া, আপনার চোখের পুতুলিতে কবে নামবে সেই জল?


●লেখক : জয়ন্ত জিল্লু, চট্টগ্রাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন