প্রতিস্থাপন
কোথাও কারো কি কিছু বলার আছে?
কেউ কি কোথাও আছে অপেক্ষায়?
বুঝেছে কি যা ছিলো না বলা'র মানে?
চাইছে কি?
যা ছিলো-
চাওয়ার
পাওয়ার
দেয়ার -
দেনা পাওনা সব কিছু বুঝে নিতে, বুঝিয়ে দিতে?
অঢেল, উজার?
ভুল বানানে যে সকাল; হয়েছে কাল
তাকে কি ফেরানো যায় মহাকালে?
যে সময় বয়ে গেছে বৃথা, সে কি আর আসে;
মহা সম্ভাবনা বয়ে?
কক্ষচ্যুত নক্ষত্র কি ফিরে পায় তার মহাকাশ?
দ্রুতগামী রেল চ্যূত সেই মরচে রঙ্গা বগিটি আজও
পরিত্যাক্ত, অবাঞ্চিত রেল লাইনের ধারে।
অথচ সেদিন ও এর পাশ দিয়ে হেঁটে গেছে
আম জনতা। হাতে ব্যানার, প্রতিকী শোভিত নেতৃত্ব ।
যে একবার পরে যায় পেছনে, তার আর ফেরা হয় না!
ঠিকানা পূর্ণ হয় অন্য কোনও আবাসিক অনাবাসিক নামে।
দেশ, স্থান, কাল, পাত্র খুঁজে পায়; দেশ প্রেমের অন্য মানে।
০
সঞ্চারিণী
সৌদি আরব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন