আদিল ফকির'র কবিতা...


লাল সবুজ



বিজয় দিবসে—আমি লাল বর্ণের শাড়ি পরব
তুমি কিন্তু লাল অথবা মেরুন কালারের পাঞ্জাবি পরবে।
আমার তো সবুজ কালারের পাঞ্জাবি, লাল তো নেই?
বোকা—তুমি বোঝো না, বিশেষ একটা দিন ম্যাচিং করতে হয়।
ধ্যাত—যত সব, ম্যাচিং-ট্যাচিং আমার ভালো লাগে না।
ভালো তো লাগবে না—যদি ভালোবাসতে, তবে ভালো লাগত।
ও তাই, তোমার ভালোবাসা শাড়ি-পাঞ্জাবির ম্যাচিংয়ে বহিঃপ্রকাশ?
কই, দু'জনের দেহের রঙ তো মেলে না—
আমি কালো বলেই বন্ধুরা বলত—কৃষ্ণাঙ্গ;
মা যখন রেগে যেত, বলত—কাল্টু।
আর তুমি দুধে আভা,
রফিক আজাদের 'নির্বাচিত ১০০ কবিতা'র প্রচ্ছদের মতো।
তুমি শেতাঙ্গ, আমি কৃষ্ণাঙ্গ।
কই, দু'জনের তো ম্যাচিং হয় না—
চুপ করো দুব্য—চুপ করো;
আমিও ম্যাচিং-ট্যাচিং বুঝি না—আমি তোমাকে ভালোবাসি।
শশী, ম্যাচিংটা এভাবে করলে হয় না—
তুমি পতাকার লাল বৃত্ত; আমি বৃত্তের চারদিকের সবুজ?
বাতাসে পত্ পত্ করে দু'জনে উড়ব;
আকাশ-বাতাস গোটা বিশ্বকে পরিচয় করে দেব
আমরা বাংলাদেশের লাল-সবুজ পতাকা।


©লেখক : আদিল ফকির, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন