মজনুর রহমান-এর কবিতা


আব্বার সাইকেল



আমার আব্বার একটা হিরো বাইসাইকেল ছিল। হিরো সাইকেল আর এভারেডি টর্চ থাকা তখন মর্যাদার ব্যাপার ছিল। আব্বার মতো মর্যাদায় উঠতে গিয়ে আমি অবশ্য রাস্তায় পড়ে যেতাম। কেননা অত উঁচু মর্যাদার উপর থেকে প্যাডেল ধরা যেত না। ফলে মর্যাদাসহ উল্টে থাকতাম। তখন লোকেরা ধরাধরি করে মর্যাদার ভিতর থেকে আমাকে উদ্ধার করতো। আব্বা পরে একটা চড় দিয়ে বলতো, অতো বড় সাইকেল তুই চালাতে পারিস? তোকে আরও বড় হওয়া লাগবে না?

●লেখক : মজনুর রহমান, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন