নূর হোসেন'র ছড়া...


ভাবনা



মানুষ ভজলে মানুষ পাবি
জপরে রবের নাম,
পরকালে জান্নাত পাবি
বাড়বে রে সম্মান।

কয়দিনের এই দুনিয়াতে
কেমনে করিস গর্ব?
দম ফুরিয়ে গেলে যে তোর
ক্ষমতা হবে খর্ব।

ভেবে দেখতো ক'দিন আগে
ছিল মানুষ কতো,
এক এক করে চলে গেল
কেহ ফিরল নাতো। 

চলে যাওয়ার খবরে যে তুই
খানিক থমকে দাঁড়াস, 
আবার কেন বিপথে তুই
 খানিকটা পা বাড়াস?

বিবেকের কাছে প্রশ্ন করে
করবি রে তুই কাজ,
ওপারের কাজটিও হবে
সম্মান ও পাবি আজ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন