সেলাই
জামাটি পড়ে আছে বহুদিন
আহত-
কোনো রাস্তায় হোঁচট খেয়ে রক্ত ঝরিয়ে দিই,
সবাই দেখে
হাত ধরে নিয়ে যায় কাছের হাসপাতালে-
জামাটি ছেঁড়া রয়ে গেছে!
সুস্থ হয়ে ওঠি কোনো উজ্জ্বল রমণীতে-
সমবেদনায় এ শহরটায় রোদ বেড়ে যায়-
শীতকালীন আঘাতে আবিষ্কৃত হয় এক বিষণ্ন হ্রদ
এক বিশাল লাইনের পেছনে আমি দাড়িয়ে আছি-
সকাল ১২টা;
দর্জির সুর বহুল পরিচিত হয়ে ছড়িয়ে যায় প্রতিটি অসুখে-
তবুও সবাই দাড়িয়ে আছে,
শিরার ব্যথায়,বুকের অজস্র যন্ত্রণাতে-
পুনরায় সলতে জ্বালানোর আশায়-
আমি শুনতে পাই কোনো বৃদ্ধ বলে যায় প্রবল অনুতাপে-
'কাপড়ের মতো প্রতিটি দর্জি আমাদের কেটে যাওয়া হৃদয়কেও সেলাই করুক'
©লেখক : সারোয়ার রাফি, কুমিল্লা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন