আসহাদুজ্জামান মিলন'র কবিতা...


কুয়াশার ভিড়ে


কখনো কখনো কুয়াশার ভিড়ে হারিয়ে যায় স্বদেশ
অশান্ত মন নিয়ে লুন্ঠিত হয় ক্লান্ত শরীর
অ-আ-ক-খ গিলে খেতে চায় কিছু দানব
একুশ, ছাব্বিস কিংবা ষোলর স্মৃতি স্পর্শে
কৃষ্ণচূড়ার ডাল ভাঙে
পলাশের লালে একাকার, ক্রন্দন বাড়ে
সদ্য পোড়া শিশুর দেহ ফিরে পেতে চায় মায়ের কোল
শিশু কাঁদে মাও কাঁদে, ফিরে পেতে চায় মমতা।


©লেখক : আসহাদুজ্জামান মিলন, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন