কালপুরুষ-এর কবিতা


পিতা



কয়েকটি উজ্জ্বল মাছি
ওড়ে অস্থির, আমার পিতার স্থির শবে;
ফরাসি বারবনিতা’র বুকের উৎসবে
আমার শরীর; বেঁচে আছি।

নামহীন মাছিগুলো কাঁদে মৃত্যুকালীন শোকে,
চমৎকার ঘুম বাবার বন্ধ দু’টি চোখে;
অনভ্যস্ত আমার চোখ অন্ধ—
ঠোঁট-রক্ত-বুকে রূপসী মাংসের গন্ধ

চিঠিটা এসেছিলো গতমাসে—
"শাহেদ, আর বেশি দিন নেই;
একবার এসো— শেষ দ্যাখা হবে;
সেই দেখেছি কবে?
মুখ মনে নেই।"
পড়া হয়নি— পড়ে আছে Life Insurance Scheme-এর পাশে


●লেখক : কালপুরুষ, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন