দুখাই রাজ -এর কবিতা

আপনি বরং



আপনি বরং গ্রাম লিখুন
হ্যাঁ হ্যাঁ আপনি সংসার লিখুন
সূতিকাগার লিখুন

এবার শহর লিখুন
মানুষ বলুন
রাত বলুন। দিন বলুন

অবশ্যম্ভাবি আকাশ আঁকুন
অনিশ্চিত অস্তিত্ব আঁকুন
এবার নেমে আসুন

কিছুটা রোদের মতো কাঁদুন
যে রোদে কান্না শুকোয়; কেউ দ্যাখেনা

একটু থামুন
নিঃশ্বাস নিন
আবার পড়ুন প্রথম থেকে
আপনার ভারাক্রান্ত শব্দগুলো


দুখাই রাজ
ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন