মেহেদি হাসান তন্ময়'র কবিতা...


এই আলোয় উড়ে যাবে তুমি



এই আলোয় উড়ে যাবে তুমি! কি ভীষণ তীব্র আলো এটা!
টুকরো টুকরো হয়ে যাবে! হাসতে হাসতে মুছে যাবে তুমি!
নিশ্বাসে উড়ে যাবে স্ফীত মাতাল বেলুনের মতো,
ছায়াপথের দীর্ঘ ছায়ায় কেটে যাবে গোটা হেমন্ত।
কাঁচের জানালা ঠেলবে তোমার অসংখ্য মৃত আকাশ।
এই আলোয় প্লাস্টিক পুড়ে পুড়ে ভষ্ম হবে তোমার হৃদয়ের সুঘ্রাণ।
তুমিতো জানো আমাদের সবার হৃদয়েই খাদ থাকে-
সে খাদের আঁধারি ব্যাঞ্জনে বন্দী হবে তুমি, তোমার এই ব্যর্থ সভ্যতা।

অসংখ্য রাজহাঁস বসেছে আজ বিলের ঘোলা জলে;
মুহুর্তে সাদা হয়ে গেলো জল ও আকাশ।
দিনভর যে রূপসী চোখের পরাগে উড়েছে;
সে আজ মুঠোভেঙ্গে উড়ে গেল আকাশের ভাগাড়ে।
তোমার অদ্ভুত মৃত্যুদন্ডে নিশ্বাস ভরে যাচ্ছে জোছনার চুমুক
হেমন্তের হেম হাওয়ায় ধোঁয়ার মতো তুমি উড়ে যাচ্ছো ধূসর সমুদ্রে।
নিশ্বাসে ঝাঁকড়া চুল দুলিয়ে ক্রমশ হালকা হয়ে, উড়ে উড়ে...এই আলোয়।


©লেখক : মেহেদি হাসান তন্ময়, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন