সোনার বাংলা গড়ছি
ডিসেম্বরের ১৪ তারিখ
রাত্রি তখন গভীর,
বিজয়ের জন্য বাঙালির
অপেক্ষাটাও অধীর।
পরাজয়টা বুজতে পেরে
কুলাঙ্গার পাকসেনা,
খুঁজলো তারা পাড়ায় পাড়ায়
বুদ্ধিজীবী কে না?
গভীর রাতের সেই আঁধারে
মারলো তারা তাঁদের,
দেশটা গড়তে ভূমিকাটা
থাকতো বেশি যাঁদের।
রাতজুড়ে সেই হত্যাযজ্ঞ
বুদ্ধিজীবী বেচে,
পাকসেনারা নিশ্চিত হলো
আর কেউ নেই বেঁচে!
অন্ধকার সেই রাতের আঁধার
বাংলা গ্ৰাস করে,
সোনার বাংলা গড়ছি তবু
সেই আঁধার দূর করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন