সেদিন শীতকাল
কোথাও বাতাস নেই- তবু একটি পাতা
খসে পড়ে, আমি ফিরে তাকাই-
দেখি অন্ধকারে চোখ গিয়েছে ঢেকে।
কোনখান হতে এক রোমান্টিক কবুতর,
উড়ে
এসে ছুঁয়ে ফ্যালে কান। লেগে হাওয়া
ফিরে আসে ঋতু!
যেন অস্পষ্ট কুয়াশা! যেন ভোরের
ডাহুক! ভেতরে ডেকে নিয়ে আসে
আমাদের পূর্ব অনুকম্পা ঘূর্ণি।
যেন আমি বিষ্মিত এক ট্রাক
ধাক্কা দিয়ে
ছুটে যাই আকাশে, পেরিয়ে এসে
সবুজ মাঠ; নগ্ন হস্তে ছুটে বেড়াই
বেবাক জঙ্গল। যেইখানে আর পাপ নেই
কোনো, কেবল আমরা স্ব স্ব দেহে
ঘুমাই-
চক্রাকারে ঘুরি
পরষ্পরকে একই সমুদ্রে দেখেও কাঁদি-
০
মেহেদি হাসান তন্ময়
ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন