প্রাপক
শোককে সৌরতাপে মেলে দিয়ে
দুঃখকে লিপস্টিকে লেপে দিয়ে
বিষাদকে ছেটে দিয়ে
কাছে বসো;
একটা কুমড়ো ফুলের মতো সম্ভাবনা আছে।
প্রাত্যহিক ঢেউগুলো গুছিয়ে গুছিয়ে
যাপিত উচ্চতাকে পাহাড় বানিয়ে
চুম্বনসিক্ত প্রার্থনাগুলো আবৃত্তি করে করে
পাশে বসো;
একটা ঘাসের হৃদয়মাখা কিংবদন্তি আছে।
তুমিই প্রাপক।
● লেখক : নয়ন আহমেদ, বরিশাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন