ব্যক্তিগত সেফটিপিন
নারী একটি দ্বিধাগ্রস্ত পাহাড়। দ্বিধা একটি ব্যাধি—পুরুষের খোলা চোখ পেলে যা মাত্রাধিক হয়ে যায়। পুরুষের চোখ একটি আড়াল অযোগ্য সূর্য। বরং দ্বিধাকেই ঢেকে রাখতে হয়। দ্বিধাকে ঢেকে রাখতে কাপড়ে ভাঁজ প্রয়োজন, প্রয়োজন সেফটিপিন। ঘুমানোর পূর্ব পর্যন্ত নারী ও সেফটিপিনের মাঝে একটি হসন্ত বিরাজ করে। বাকিটা সময় সেফটিপিনের স্থলে বিনিদ্র পুরুষই ভালো মানায়—নির্দ্বিধায়। নির্দ্বিধা মানে দ্বিধাশূন্য। দ্বিধাশূন্যতা দেখা দিলে কাপড়ে ভাঁজ লাগে না, সেফটিপিন তো নয়-ই। সমূহ সেফটিপিন অবসরে গেলে, ব্যক্তিগত সেফটিপিন দরজা খোলে।
● লেখক : শিস খন্দকার, রংপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন