খাঁচা
আমি লোকটিকে চিনি, যিনি চওড়া ফ্রেমের চশমা পরেন, আর যার পাখি পোষার অনেক শখ ছিল। কিছুদিন পর পর তিনি পাখির মার্কেটে যান আর পাখি কিনে আনেন। সেখানে খাঁচা ছাড়া পাখি বিক্রি করে না বলে তিনি একেকটি নতুন খাঁচাও নিয়ে আসেন। একদিন পরেই সেসব পাখিদের মধ্যে তিনি দেখতে পান নিজের অবয়ব। তারপর পাখিটিকে ছেড়ে দেন।
...ফলে তার বারান্দা ভরে আছে শুধু খাঁচায়। সে খাঁচার মধ্যে নাচে অজস্র পাখির ছায়া, যেগুলি পাখিরা উপহারস্বরূপ রেখে গেছে চশমাপরিহিত লোকটির জন্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন