কাঙাল শাহীন'র কবিতা...


যুবক


অামার প্রেম, স্বপ্ন হতে নেমে এসে
দীর্ঘ হেমন্ত রাত্রিতে স্নান করে;
আমার উদোম বুকের গোপাট ছিড়ে জন্মের বারতা লিখে
অতঃপর, আমি তন্দ্রায় তন্দ্রায় যুবক হয়েই জেগে উঠি।


©লেখক : কাঙাল শাহীন, ময়মনসিংহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন