সত্যের সাথে দেখা
আর তার দেখা আমি পাব না
রাস্তার ধারে এই সত্যের মুখে দাঁড়িয়ে একটা সন্ধ্যা পার করি,
রাস্তাটা নির্জন ছিল আর সন্ধ্যাটা ছিল একা
ফলে সত্যের মুখোমুখি দাঁড়ানোটা সহজ ছিলো না;
তবু যেহেতু এখন সেই কথা বলতে পারছি
তার মানে হলো আমি দাঁড়িয়ে ছিলাম-
সেই সত্যময় সন্ধ্যা আমি একা দাঁড়িয়ে ছিলাম,
একটা রাস্তার নির্জন কিনারে।
০
মজনুর রহমান
রংপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন