সাবমেরিন
কৃষ্ণসাগরে ডুবে মরেছিল বোকা লোকটা
তখন তোমাকে দেখিনি তো ভাই জলপুলিশ—
শব্দের পাখি ফিরে যাচ্ছিল মৃত নরকে
ঘন আহ্লাদে আটখানা তুমি দিয়েছ শিস!
কাঁচের বাসনে লাথি মেরেছিল এলাস্টর
তখন তোমাকে দেখিনি তো ভাই দৌবারিক
শালপাতা ঢাকা এত ভালোবাসা কোথায় ছিল?
টুপি লাঠি নিয়ে এখন যতটা আন্তরিক!
মৃতদেহ ঘিরে জুয়া খেলছিল শববাহক
ঘরে ও বাইরে মস্করা ছিল প্রিয় বিলাস।
ঝড়ের সাগরে ডুবে যাচ্ছিল রাত্রি দিন
নুলিয়া তখন কোথায় ছিল হে চৈত্রমাস?
কৃষ্ণসাগরে হাত ধরেছিল সাবমেরিন
হাঙরেরা তাই ছিঁড়তে পারেনি নরম টুঁটি
প্রিয় শব্দেরা মনে রেখেছিল রক্ত-ঋণ
বর্ণমালা গো ক্ষমা করে দিও কবির ত্রুটি।
●লেখক : উত্তম দত্ত, পশ্চিমবঙ্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন