আঙুরবালার রেকর্ড
যতগুলো ডাকটিকেট সংগ্রহ করেছি
এতগুলো চিঠি আমি লিখিনি
তবু এতগুলো শব্দ, কবিতার পৃষ্ঠা ভর্তি নদী
এত দ্রুতগামী হাওয়ার পোস্টম্যান আর কোন কবির ছিল না।
আর তাতেই তুমি জেনে গ্যাছো
পৃথিবীর সমস্ত নদী একমাত্র তোমারই আজ্ঞাবহ;
তুমি জেনে গ্যাছো বৃষ্টি ছোঁয়ার আনন্দ
জেনে গ্যাছো, জ্বর হলে সবটাই মন্দ লাগে না।
তবু এসব নিয়ে দু'চার লাইন লিখতে যাওয়া বাহুল্য
গল্প হয় না
কবিতা হয় না
জীবন নিয়ে যাপন হয় না;
তবু পথ হারানো ভালো
পথেরও তো কখনো কখনো ঘর করতে ইচ্ছে হয়।
অথচ এই যে প্রতিজ্ঞার গাছ
সন্ধ্যার চেরাই কাঠের দোকানের প্রতীক্ষা হয়ে থাকে
তাকে কোমল পানীয়ের বোতল ভাঙা কাঁচের মতো মনে হয়।
ভয় হয়।
তুমি বিদায়ের ট্রেনে চলে যাও
আমার কবিজন্ম মিথ্যে হয়ে যায়।
©লেখক : কাজী মেহেদী হাসান, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন