সোহানুর রহমান শাহীন-এর কবিতা


বধূময় মুখাবয়ব 



বিভ্রান্ত বিকেলে আনমনা হেঁটে যেতে যেতে তোমাদের নতুন পাড়া-গাঁ'য় রক্তিম সূর্যের হেলে পড়া দৃশ্য দেখে আঁতকে উঠি; বিষণ্ণ সন্ধ্যায় শুরু হয় আলো কমানো চোখের স্ফুরণ, ধরে নাও আজো আর দেখা হবার সম্ভাবনা থাকতে পারে না। আজ ফিরে যেতে হবে, আসতে পথে রেখে আসা ঘ্রাণ শুঁকে শুঁকে অথবা ঝিঁঝিঁ পোকার শব্দের পাশ ঘেঁষে আঁকাবাঁকা সড়ক অতিক্রম করে। যদিও বৃক্ষশাখা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা ভিতু করে রেখেছে! তোমাদের নতুন পাড়ায় সন্ধ্যা নামার ভয়ে দেখা হয়না বহুদিন, হাজারো স্বপ্নে বোনা ভালোবাসার একপাক্ষিক শূন্যতা ঘিরে ধীরেধীরে এমনিতর সন্ধ্যার যন্ত্রণা যদি দিনের আলোকে অন্ধকার করে নেমে আসে অমাবস্যা, তবে সূর্যের আঁচ ফুরানোর আগেই একবার দেখে নিতে চাই- নতুন গাঁয়ে বরণ করা বধূময় মুখাবয়ব।

●লেখক : সোহানুর রহমান শাহীন, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন