সঞ্চারিণী'র কবিতা...


পতাকা বদলাও



সবুজ থেকে প্রতীকী রক্তের লাল মুছে নাও!
এঁকে দাও সেথা সাদা কবুতরী সফেদ,
শান্তিকে আসতে দাও!
পতাকা বদলাও স্বদেশ,
নতুন পতাকা ওড়াও!

শুদ্ধ স্নাণ আজও, হয়নি কারো, মা গো!
আর কত পূজো দেবে; রক্ত-জবায়?
খুনের বিনিময়ে "স্বাধীনতা"র কি মানে?

সিঁথির সিঁদুর ধোয়া রক্ত-প্রবাল নদী
ভাসছে অবিরাম মাতাল সাঁতারে, 
তোমরা কী পারোনি তাদের সিঁথি নতুন সিঁদুরে রাঙ্গিয়ে দিতে?
হায়েনার আঁচড়ে ক্ষত বিক্ষত সেই দেহ;
কেন জড়ালে না স্বামীর আদরে? বাধলে না কেন ঘর, বাসর?
দেশকে ভালোবাস? মা কে, বোন, প্রেয়সীকে?
থুঃ! মিথ্যেবাদী! 
ভালবাসা প্রমাণ চায়, পারোনি তা দিতে।

আজো তাই দেখি
ভালোবাসার নামে মা বোন 
জায়া কন্যার লাশ,
সম্ভ্রম হারানো নিয়ে রাজনীতির কলেবর,
"বিরাঙ্গনা" নাম বেচা পদবী,
"মুক্তিযুদ্ধ" মানে কী মৃত মুক্তিযোদ্ধাদের লাশ?
কিছু কবিতা, গান, নাটক, ছবি?

বিজয় দিবস মানে কি লাল-সবুজ পোষাকী উৎসব?
ঠিক ভালবাসা দিবসের অনুরূপ - বোধের মত বোধ?
টাকার বিনিময়ে কেনা "বিরাঙ্গনা" আর মুক্তিযোদ্ধার সনদ?
সম্ভ্রম বাঁচে না আজোও যে পতাকা তলে, সে পতাকা কেন ওরাও?
পতাকা বদলাও স্বদেশ,
নতুন পতাকা ওড়াও!


©লেখক : সঞ্চারিণী, সৌদি আরব। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন