নাদিয়া জান্নাতের কবিতা


হ্যান্ডশেক


হ্যান্ডশেক করলে শরীরে কোন প্রজাপতি ঢুকে যায় কিনা তা আমি জানি না।
অথচ আমিই জানতাম, স্পর্শে থাকে ছদ্মবেশ। স্পর্শ গুলো স্থির চিত্রের মতো
এঁকে ফেলে মায়াবতী ম্যাপ।

কে না জানে, একটি ম্যাপ কল্পনা করলে আমরা একটি দেশ দেখতে পাই।
আমরা অনায়াসে ভাবতে পারি উইন্টারের শেষ রাত।
আমরা বুঝতে পারি দাম্পত্যে এখন শৈথিল্য সময়।
আমরা দেখতে পারি স্পর্শ।
আমরা বুঝতে পারি কম্পন।
অথচ আমরা জানি না হ্যান্ডশেক করলে শরীরের ভেতর কোন কম্পন বাসা বাঁধে কি না!

অ্যাসিডিটি বেড়ে গেলে বিরহের কবিতা পড়তে হয়।
যে কবিতাতে হ্যান্ডশেক ছাড়া অন্য কোন স্পর্শ নেই।

● লেখক : নাদিয়া জান্নাত, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন