বিপ্লব নীলাদ্রি-এর কবিতা


অনুশোচনা


আমাদের চলে যাওয়া দরকার
ঘণ্টার পর ঘণ্টা বেজে যায়।
বালা বাড়ী হাইস্কুলের মুক্তা পিয়নের দুবিঘা জমির মামলা ঝুলে আছে সাদা-কালো পোশাকের গরাদে।
আমাদের যাওয়া উচিৎ সর্বনাম মিছিলের কায়দায়।
কৃষ্ণচূড়ায় আগুন লাগিয়েছে অদক্ষ দমকল বাহিনী।
সরে যাচ্ছে বাঁধ-সড়কের এটেল মাটির ফুসফুস।
পুড়ে যাচ্ছে পাহাড়ি ঘরের চৌকাঠ।
আমাদে চলে যাওয়া উচিৎ।
গহীন শব্দের আড়ালে জল পড়ে কুয়োর মুখে, বেদনায় জর্জরিত ব্যাঙের মাথায় ঝুলে আছে অন্ধকার দিন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন