খসড়া প্রেম
বালিকা তোমার কাজলে লিখো প্রিয়জনের নাম,
আমি তোমাকে একটা দীর্ঘশ্বাস উপহার দিলাম ।
তোমার করতলে শুয়ে আছে পাহাড়তলি গ্রাম,
আমি তোমার নামে একটি সাগর কিনে নিলাম।
ভালোবেসে সোনালি ভোর, সরে আছো দূরে,
কী করে ভুলে থাকি আমি তোমার এই তেপান্তরে।
তুমি সুখী হও জীবনে, ভুলে যাও সন্যাসী জীবন,
খুব করে হলে অভিশাপটুকু শূন্যে দিও বিসর্জন ।
তোমাকে ভালোবেসে আমি শরাব পানে গেলাম,
আমি তোমার নামে একটি দীর্ঘশ্বাস ছুড়ে দিলাম।
তোমার বুকে কবর হয়ে শুয়ে আছে মৃত নদী,
তোমার বুকে ফিরে যেতে চাই ভালোবাসো যদি।
পথ খোলা নেই আর ফিরে যেতে সবুজ মাট,
নতুন প্রেমে পড়ে পুরাতনে দিয়েছো কপাট।
০
সুজন কুতুবী
চট্টগ্রাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন