চলছে শেষ দিন
(শুক্রবার)
রংপুর বইমেলা-২০১৭ এর দ্বিতীয় ফটক। (ছবি : ৪র্থ দিন) |
রংপুর বইমেলা-২০১৭ এর সাহিত্য মঞ্চ। (ছবি : ৩য় দিন) |
রংপুর বইমেলা-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রী সরফুদ্দীন আহমেদ ঝন্টু। (ছবি : ১ম দিন) |
রংপুর বইমেলা-২০১৭ এর মূল ফটক। (ছবি : ১ম দিন) |
বিবিধ
●
মেলার সকল বইয়ের নির্ধারিত মূল্যে রয়েছে ৩০% পর্যন্ত ছাড়!
●
এবারের রংপুর বইমেলার প্রায় অর্ধেক স্টল ঢাকা থেকে আগত।
●
মেলা সাধারণত প্রতিদিন দুপুর ২টায় শুরু হয় এবং রাত ৯টায় বন্ধ হয়। তবে ছুটির দিনগুলোতে সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
●
এবারের বইমেলা ১৬ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত ১৬ দিনব্যাপী হওয়ার কথা থাকলেও, অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়। নতুন তারিখ অনুযায়ী ২০শে মার্চ থেকে ০৭ই এপ্রিল পর্যন্ত ১৯ দিনব্যাপী এ বইমেলা চলবে।
●
সম্মিলিত লেখক সমাজ, রংপুরের তত্ত্বাবধানে রংপুর বইমেলা-২০১৭ আয়োজন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন