বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

রংপুর বইমেলা-২০১৭ : বিশেষ আয়োজন

চলছে শেষ দিন
(শুক্রবার)
রংপুর বইমেলা-২০১৭ সাহিত্য মঞ্চে বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের প্রকাশনা উৎসবে দেশবরেণ্য জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা। (ছবি : ১৪তম দিন)

রংপুর বইমেলা-২০১৭য় সাহিত্য মঞ্চে পাতা প্রকাশ আয়োজিত লেখক সম্মাননার মুহূর্ত। (ছবি : ৫ম দিন)
রংপুর বইমেলা-২০১৭ এর দ্বিতীয় ফটক। (ছবি : ৪র্থ দিন)
রংপুর বইমেলা-২০১৭ এর সাহিত্য মঞ্চ। (ছবি : ৩য় দিন)
রংপুর বইমেলা-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রতিমন্ত্রী সরফুদ্দীন আহমেদ ঝন্টু। (ছবি : ১ম দিন)
রংপুর বইমেলা-২০১৭ এর মূল ফটক। (ছবি : ১ম দিন)

বিবিধ

মেলার সকল বইয়ের নির্ধারিত মূল্যে রয়েছে ৩০% পর্যন্ত ছাড়!

এবারের রংপুর বইমেলার প্রায় অর্ধেক স্টল ঢাকা থেকে আগত।

মেলা সাধারণত প্রতিদিন দুপুর ২টায় শুরু হয় এবং রাত ৯টায় বন্ধ হয়। তবে ছুটির দিনগুলোতে সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।

এবারের বইমেলা ১৬ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত ১৬ দিনব্যাপী হওয়ার কথা থাকলেও, অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়। নতুন তারিখ অনুযায়ী ২০শে মার্চ থেকে ০৭ই এপ্রিল পর্যন্ত ১৯ দিনব্যাপী এ বইমেলা চলবে।

সম্মিলিত লেখক সমাজ, রংপুরের তত্ত্বাবধানে রংপুর বইমেলা-২০১৭ আয়োজন করা হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন