১.
অবেলার কুয়াশা
অবেলার কুয়াশা
মেঘে মেঘে উড়ে আসা কিছু ভালোবাসা
হৃদয়ে জাগাতে পারে দৃপ্ত আশা;
ওগো, বুঝে নিও তুমি তারেই সহসা-
সে ভালোবাসা নয়- অবেলার কুয়াশা!
হৃদয়ে জাগাতে পারে দৃপ্ত আশা;
ওগো, বুঝে নিও তুমি তারেই সহসা-
সে ভালোবাসা নয়- অবেলার কুয়াশা!
২.
পরিচয়
পরিচয়
আমি কে?
কী আমার পরিচয়?
কেন আমি এসেছি হেথায়?
রক্তের ছলে কিংবা ক্ষণিকের দেখায়
কেন এত আত্মার বাঁধন?
কার জন্য-কীসের আশায়
কষ্টলব্ধ এত সাধন?
কী আমার পরিচয়?
কেন আমি এসেছি হেথায়?
রক্তের ছলে কিংবা ক্ষণিকের দেখায়
কেন এত আত্মার বাঁধন?
কার জন্য-কীসের আশায়
কষ্টলব্ধ এত সাধন?
৩.
প্রতারণা কিংবা ভুল
প্রতারণা কিংবা ভুল
দু'টি চোখ
রোজ তোমায় দর্শনের ছলে ধর্ষণ করে---
তুমি মেয়ে
বড্ড ভুল করো আপাত দৃষ্টিতে প্রেম ভেবে!
রোজ তোমায় দর্শনের ছলে ধর্ষণ করে---
তুমি মেয়ে
বড্ড ভুল করো আপাত দৃষ্টিতে প্রেম ভেবে!
৪.
জীবন
জীবন
এখানে একটি পলিথিন ছিলো---
পলিথিনটি উড়ে উড়ে দূরে গেলো।
হাওয়ায় হাওয়ায় অনেক দূরে...।
অতঃপর শুধুই ইতিহাস।
পলিথিনটি উড়ে উড়ে দূরে গেলো।
হাওয়ায় হাওয়ায় অনেক দূরে...।
অতঃপর শুধুই ইতিহাস।
জনশ্রুতি আছে,
'একদা ইহার ভিতরে হাওয়াই মিঠাই ছিলো!'
'একদা ইহার ভিতরে হাওয়াই মিঠাই ছিলো!'
৫.
প্রহরী
প্রহরী
নারী--- একজন চিরন্তন প্রহরীর নাম।
একটি অতিক্ষুদ্র যোনিপথের পাহারায়
তাঁর সারাটি কাল কেটে যায়---
বিনিদ্র আঁখিতলে কালোদাগ তার প্রমাণ!
একটি অতিক্ষুদ্র যোনিপথের পাহারায়
তাঁর সারাটি কাল কেটে যায়---
বিনিদ্র আঁখিতলে কালোদাগ তার প্রমাণ!
৬.
চেতনা
চেতনা
ঘর্মাক্ত বুকে চেতনার ভুবন---
তুমি আকাশে কী খুঁজো?
পৃথিবীতে চাও চেতনার বুনন?
হৃদয়ে দু'চোখ বুজো।
তুমি আকাশে কী খুঁজো?
পৃথিবীতে চাও চেতনার বুনন?
হৃদয়ে দু'চোখ বুজো।
৭.
সমুদ্রপথে তৃষ্ণা
সমুদ্রপথে তৃষ্ণা
পিছনের আস্তরণ বিহীন দেয়াল জুড়ে
অজস্র কবিতার আনাগোনা;
সমুখের আপাদমস্তক কালো প্রাণেতে
চলছে কতকালের কাব্য খরা!
অজস্র কবিতার আনাগোনা;
সমুখের আপাদমস্তক কালো প্রাণেতে
চলছে কতকালের কাব্য খরা!
৮.
উড়ো চিঠি
উড়ো চিঠি
ওকে একটিবার আসতে দাও।
শেষ বর্ষার কসম,
তোমার ইশারায় ভাসাবে নাও-
তোমাতেই হরদম।
শেষ বর্ষার কসম,
তোমার ইশারায় ভাসাবে নাও-
তোমাতেই হরদম।
৯.
সে ভালো আছে
সে ভালো আছে
তার পরিজনের কানে যখন বিষণ্ণতার গল্প বলি;
শুনতে পাই পাশে তখন তার কণ্ঠের কলকাকলি।
শুনতে পাই পাশে তখন তার কণ্ঠের কলকাকলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন