আমরণ ভরা জোছনা
পাথরদানিতে আবেগের ছাই মেখে
চকচকে হবে ঘষলে মাজলে এই ভেবে
যতই ডলে যাও নীচ থেকে ঊর্ধ্ব বরাবর, ঊর্ধ্ব থেকে নীচ
হবে না সৌর স্নান প্রতিসরণে
চকচকে হবে ঘষলে মাজলে এই ভেবে
যতই ডলে যাও নীচ থেকে ঊর্ধ্ব বরাবর, ঊর্ধ্ব থেকে নীচ
হবে না সৌর স্নান প্রতিসরণে
মেঘদের রূপকথা কে শুনেছে কবে? জানা নেই
শুনি শুধু তর্জন গর্জন, ফোঁপানো ক্রন্দণ
গোঙানি চাপা সুর গুরু গম্ভীমায়
শুনি শুধু তর্জন গর্জন, ফোঁপানো ক্রন্দণ
গোঙানি চাপা সুর গুরু গম্ভীমায়
শিউলি কেন ঝরে, শিশিরে শিশিরে?
বৃষ্টি নাচন কেন তোলে পাতায় কাঁপন?
জীবন এগিয়ে চলে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে
ভালো লাগা আসে, ভালোবাসা বেসে
বৃষ্টি নাচন কেন তোলে পাতায় কাঁপন?
জীবন এগিয়ে চলে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে
ভালো লাগা আসে, ভালোবাসা বেসে
কত ঝর্ণা জন্ম নেয় অযাচিত মেঘ জরায়ু চিঁড়ে
অবিকল মানুষের মতই মানুষ
অমানুষেরা তাকে আখ্যা দেয় 'জারজ' বলে
অবিকল মানুষের মতই মানুষ
অমানুষেরা তাকে আখ্যা দেয় 'জারজ' বলে
আসলে কোনটা যে ঠিক আর কোনটা অনুচিৎ
বিধান লিখে যায় না তারে বাঁধা
আকৃষ্ট হবার ভাণ কিংবা ভালোবাসার অভিনয়ে পাতা কামনার শয্যা
কত শত দম্পতি চাষে লাঙ্গলে জঠরে
বিধান লিখে যায় না তারে বাঁধা
আকৃষ্ট হবার ভাণ কিংবা ভালোবাসার অভিনয়ে পাতা কামনার শয্যা
কত শত দম্পতি চাষে লাঙ্গলে জঠরে
প্রেমহীন ভালোবাসাহীন সংসার কী ফাঁদ নয়?
যেখানে এক জন সুবিধাবাদী ভোগবাদ, অন্যজন ভোগ্যা
নয় কি ঢের ভালো দু'জনের সম্মত মিলনে?
যেখানে এক জন সুবিধাবাদী ভোগবাদ, অন্যজন ভোগ্যা
নয় কি ঢের ভালো দু'জনের সম্মত মিলনে?
একবার নয়, কয়েক বার নয়,
কয়েকদিন, কয়েক বছর এর জন্যও শুধু নয়
দু'জনের প্রেমে, বিরহে, কাতরতায়, যাচনায়, তৃষ্ণায়
আবেগ উচ্ছ্বাসে সম্মত সঙ্গম চলুক মরণতক, ভরা জোছনায়
কয়েকদিন, কয়েক বছর এর জন্যও শুধু নয়
দু'জনের প্রেমে, বিরহে, কাতরতায়, যাচনায়, তৃষ্ণায়
আবেগ উচ্ছ্বাসে সম্মত সঙ্গম চলুক মরণতক, ভরা জোছনায়
________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন