সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

আদিল ফকির -এর একগুচ্ছ কবিতা

এক.
কবির সংসার
ব্যস্ত জীবনের অবিন্যস্ত সংসার,
জোকনি বউয়ের আলাঝালা বকুনি-
তেল-নুন-হলুদ নেই,
কুপিতে সলতের তেলটুকু নেই,
খুদ সিদ্ধ করার পাটখড়ি নেই।
জোকনি বউ এবার ক্ষেপেছে,
একশ কবিতা পাণ্ডুলিপি চুলোতে জ্বালিয়েছে-
এইবার কবি রুদ্ধবাক-নির্বাক,
একা সংসার ছেড়ে চলছে
অরণ্যে প্রকৃতির ডাকে।
________________
দুই.
সংসার বৃত্তের বাইরে
রাত না ফুরাতেই সংসারের ফর্দি-
পাঁচ কেজি চিকন চাল, চিনি, লংকা, কফি।
বাচ্চাকে স্কুলে রেখে অফিসে যাও,
জলদি এসো- ব্যালকনির টবে মরিচ চারা দিও,
চুলগুলো পেকে গেছে- মেহেদি রাঙাও,
রাত জেগে কবিতা লিখবে না কিন্তু
চোখের নিচে কালি পড়ে।
তোমাদের এই বাঁধাধরা সংসার
আমার জীবন-যৌবন অতিষ্ঠ,
আমি আবার যাব নদী-গিরি-পাহাড় সংসারে
ছায়াঘেরা অরণ্যের মাঝে-
ছোট ছোট অপরাজিতা ফুল আমায় কবিতা লিখতে বলে,
মুক্ত বিহঙ্গ কবিতার ব্যঞ্জনা জোগায়,
পাহাড়ের ঝর্ণা নতুন কবিতা শোনায়,
পাহাড়ি বালিকা কবিতার ছন্দ দেয়।
________________
তিন.
উপলব্ধির গভীর রাত
ঘরের ওপর ঘর, তারপর ঘর আর ঘর।
লিফটে চড়ে তোমার ঘরে
যেতে হয় দাস-দাসির ভিড়ে
এমন স্বপ্ন তুমি দেখিও না।
দু'শতক জমিতে ছোট খড়ের ঘর
বাঁশের ফালিতে ছোট তোশকে
রাত্রি যাপন।
হয়তোবা আসবে প্রকৃতির সমীরণ
কাঁথা জড়িয়ে দু'জনে জমাবো আলাপন।
সকাল হবে, অফিসে যাব
মাস শেষে বেতন পাব
সেই বেতন যোগ-ভাগ করব
পাড়া-প্রতিবেশী-দুঃখীরা কত করে পাবে?
তুমি এমন স্বপ্ন দেখিও না-
ফ্রিজে খাবার, খাসি-দেশি মুরগির রান,
লাল-নীল রঙ-বেরঙের নতুন শাড়ির ঘ্রাণ।
তোমার-আমার স্বপ্ন হবে- অর্ধ পেটে ভাত,
কচু পাতার ভর্তা, লাউ শাকের আগা।
হয়তোবা ক্ষুধার জ্বালায় গভীর রাতে
ভেঙে যাবে ঘুম-
সেই মুহূর্তে পাণ্ডুলিপি উল্টিয়ে-পাল্টিয়ে
ক্ষুধার্তের ক্ষুধা উপলব্ধি করব, আর...
_________________
চার.
ভালোবাসা
কাল রাতে দুজনে সবুজ চাদরে
শব্দ শব্দ খেলা করেছি
শব্দ গহীনে প্রতিধ্বনি
নিস্তব্ধ ভালোবাসায় কুলুকুলু
ডিম লাইটের নিবুনিবু
মশারির বাহিরে গুনগুন
ভিতরে গোটা বিশ্ব
ভূকম্পন গর্জে গর্জে ওঠে
তবুও ভাঙে না- মজবুত হয়
মন ও মন- একটি মন
_________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন