মেনু

রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

জাকির আহমদ -এর একগুচ্ছ কবিতা

১.
দূরত্ব
একনেক সভায় ব্রীজ নির্মাণের জন্য
একশ' কোটি টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে
তবুও নির্মিত হয় না একটি সেতু
হয় না যোগাযোগ, তোমার-আমার।
২.
অভিমান
একশত একটি পূর্ণ রিংটোনের কল
তোমার ফোনে এখন মিসকল হয়ে শোভা পাচ্ছে
তবুও তোমার অভিমান ভাঙ্গলো না।
৩.
শোক
সকাল-বিকেল লাশের মিছিলে হাটি
চোখে ভাসে শোকাহত হাজারো মুখ
আমি শোকাহত, আমারে স্পর্শ করে না শোক।
৪.
শীত
কুয়াশারা আসে ঝাঁকে ঝাঁকে
শীতল পোষাকে
জীবনের বাঁকে বাঁকে শিশিরেরা খেলা করে।
৫.
কুয়াশা
শীতের রাতে কুয়াশা হয়ে নয়
সকালের শিশির হয়েই এসো
শিশিরের আড়ালে হারিয়ে যাচ্ছে কুয়াশারা।
.
অপেক্ষা
সকাল হলে দুপুরের অপেক্ষা
বিকেল হলে রাতের
রাত কেটে যায় ভোরের অপেক্ষায়...
ফুরায় না অপেক্ষার প্রহর।
_______________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন