ত্রিমুখো কলম
সমুদ্রে ঘর বানানোর ইচ্ছায় একটি আরশোলা প্রতিদিন পৃথিবী মাপতো
এক সন্ধ্যায় সে মানুষ ছিলো
ছিলো তাঁর চাঁদমুখী দিন
ছিলো না রাত,
এক সন্ধ্যায় সে মানুষ ছিলো
ছিলো তাঁর চাঁদমুখী দিন
ছিলো না রাত,
অন্য দুপুরে কিছু পিয়ানো নিজেরাই বেজে বেজে মরে গেলো
আঙুলহীনার হাতে ভুল প্রেমের আংটি সেধে,
কিছু উঁইপোকা আরশোলাকে ভালোবেসে
প্রত্যাখ্যাত হৃদয় নিয়ে ফিরে গেলো কাঠে
আঙুলহীনার হাতে ভুল প্রেমের আংটি সেধে,
কিছু উঁইপোকা আরশোলাকে ভালোবেসে
প্রত্যাখ্যাত হৃদয় নিয়ে ফিরে গেলো কাঠে
পৃথিবীতে সমুদ্র মাপা কঠিন কাজ
কবিদের একটা পৃথিবীহীন ভূমি চাই
এবং একটি ত্রি মুখো কলম।
________________________
কবিদের একটা পৃথিবীহীন ভূমি চাই
এবং একটি ত্রি মুখো কলম।
________________________
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন