মেনু

শ্বেতা শতাব্দী এষ-এর কবিতা


আলাহিয়া


আলাহিয়া নিজেকে খুন করার পর পৃথিবীর সমস্ত আয়না
ভেঙে ফেলেছিলো—
তাকে আমি চিনি না, তবু তার কথা ভাবলে 
দূরত্বকে বেশ সহজ মনে হয়। আলাহিয়া বলেছিলো—
পৃথিবীর চোখের রঙ লাল ! 
পতনমুখী পাহাড়ের যন্ত্রণায় খুলে যাচ্ছে মুঠিবদ্ধ হাত
তাই লাল পতাকায় চোখ বেঁধে 
একদিন নিজেই সে খুন হয়ে যায়—নিজস্ব বোধের ফাঁদে !
আলাহিয়া, যাকে কখনো জানা হয়নি, তবু পুরনো চিঠির মতো 
সে লুকিয়ে থাকে পলকের ভাঁজে। আর তার গল্প 
বলতে গেলেই মনে পড়ে—
একটা নিশিক্ত ফুল কেমন কোরে ঝরে গিয়েছিলো, 
যেভাবে একটা সবুজ বিকেলের আগে সন্ধ্যা ঘনায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন