মেনু

আহমেদ অরণ্যের কবিতা


আমাকে ক্ষমা করো


পথে ব্যাকরণগত ভুল করে ফেলি। ভয় পেয়ে যাই। যেন আমার ছায়ার মতো ছড়িয়ে না ওঠে চোরাবালি ক্ষেত।

খণ্ড সময় অমরত্ব যদি পেয়ে যাই। বিষাক্ত সাপের মন্ত্র, যদি পথভ্রষ্টের সূত্র শিখে যাই। আমাকে ভাবিয়ে উঠবো না আর পাখির জীবনীতেও দুঃখ থাকে। কুকুরের প্রসব বেদনায় মাতৃত্বের সুখ থাকে। বৃষ্টি শূন্য বেয়ে মৃত্তিকায় আছড়ে পড়ায় শিল্প থাকে।

আমাকে ভাবিয়ে উঠবো না আর নারীর শরীর চিমটি কাটায় কষ্ট থাকে। ভালোবাসায় অসীম সাগর ছন্দ থাকে। চারাবৃক্ষ বেড়ে ওঠায় স্বপ্ন থাকে। মৃত্যুর মাঝে বেঁচে থাকায় জীবন থাকে।

আমাকে ক্ষমা করো ভুল। আমাকে ক্ষমা করো, পথভ্রষ্ট পথ। আমাকে ক্ষমা করো।

● লেখক : আহমেদ অরণ্য, রংপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন