মেনু

আদিত্য আনামের কবিতা


বিমূর্ত


প্রস্তাবিত সময়ের সবুজবর্ণ ব্লাউজ উড়িয়ে
আমাদের হাতকাটা স্বপ্নগুলো আশ্রম খুঁজে বেড়ায়
মাঝরাতের সোডিয়াম লাইটের নীচে।
হরিদাশ পাল রোজরাতে ড্রিঙ্কস
করে বাড়ি ফেরার পথে তিনবার আত্নহত্যা করে।
অথচ, গত তেইশ বছর আগেই সে
শ্মশানঘাটের ভূতের সর্দার হয়েছিলো
দেবতাদের গণভোটে।

মূলত, ভালবাসা আছে বলেই
হরিদাশ'রা আত্মহত্যার পরও বাড়ি ফিরে আসে,
চুমু খায়, নদী ও বৃক্ষের সাথে গড়ে তোলে সখ্যতা।

● লেখক : আদিত্য আনাম, ময়মনসিংহ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন