মেনু

সালেহীন শিপ্রা-এর কবিতা


বৃষ্টিপিপাসা



গতিরুদ্ধ জীবনকে পাশ ফিরে শুতে বলে
ঘুমিয়ে যাও নিজেই— জেগে থাকি ঘুমন্ত মাছের চোখ,
                                                         আবরণহীন ৷

ঘুমঘোরে ডেকে উঠলে 'বৃষ্টি, বৃষ্টি'
রোদের শহরে আমি বৃষ্টিচাষে নেমে
                ছড়িয়ে দিয়েছি মুঠোভর্তি মেঘ—
তারা  উড়ে গেল দিগন্ত ধুতে ৷ কোথাও বৃষ্টি নেই ৷
ঘুমের সিলিংয়ে তাই বেঁধে দিলাম টলটলে চোখ
এই অশ্রুর ফোঁটা মেটায় যদি বা তার বৃষ্টিপিপাসা ৷

●লেখক : সালেহীন শিপ্রা, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন