সিজোফ্রেনিক
হারাবার কিছু নেই বলে যতবার হারাতে বসি
ততবার ভালোবেসে, কে তুমি তৈরি করো ব্লাসফেমি আইন?
এত ছোট জীবন, তার ভেতরে বসে— এই যে দূর থেকে
হাত ধরে আছো; তার ঘ্রাণ বহুদুর যাবে। জানো তো,
এখন নিরপেক্ষ সময়, তার উপর ঘড়ি চুরি গ্যাছে।
যে লোক কবিতা লেখে সে তো এক ডুবুরি সর্দার
অসুখী আয়নার ভেতর দিন-রাত এক হয়ে ভেঙে পড়ে
আর তার বিলুপ্ত পিয়ানোর গান। আমি তাকে যতবার
কাছে ডেকে আনি, প্রলুব্ধ করি বেদনায়; ততবার অরণ্যে
কে তুমি ঘর করে দৈব কণ্ঠে ডাকো মানুষের গলায়?
আমি আর কোনখানে যাবো?
দিন থেকে আলো আর
শাদা কাপড় ঘষে কোন রঙ পাবো?
যে তুমি অদৃশ্যে থেকে
আয়নার ভেতরে বসে
চিরকাল আমারই চুল সিঁথি করে থাকো।
●লেখক : কাজী মেহেদী হাসান, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন