জীবনের ছবি
একবার উঁকি দেবে ঠিক, দেখে নেবে কত রঙে ভরল ক্যানভাস
ওরা ওভাবেই থাকে, খুব অনাড়ম্বর সামান্য খাদ্যের আয়োজনে
দিন যায়। অনেকটা পাখির মতন ওড়ে, সম্পূর্ণ নয়
আমারও এমন ছিল দিন। কিছু নেই। সবকিছু ফাঁকা
ভিখারির রোদ্দুর থেকে তাপ ভিক্ষা নিতে নিতে
এতদূর এসেছি। স্মৃতির সর্পিল দাগ ছুঁয়ে ছুঁয়ে রঙ খুঁজি
বারান্দায় একপাশে শুকনো কাঠের কোলে লুকিয়ে রেখেছি যতটুকু
সবটুকু দিয়ে যাবো তোমাদের—জীবনের ছবি শেষ হ'লে।
●লেখক : কাজল চক্রবর্তী, পশ্চিমবঙ্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন