মেনু

জয়ন্ত জিল্লুর কবিতা


শব্দপুরাণ

স্নান একটি উদোম শব্দ, ভেজা শাড়ি ও চুলের সাথে এর সম্পর্ক। তেমনি গোসলের সাথে সম্পর্ক আছে ডুবসাঁতারের। জল চোখের সাথে সম্পর্কযুক্ত শব্দ। বিধবা আয়েশার সাথে সম্পর্কযুক্ত শব্দের নাম শাদা। মেঘ একটি গর্ভবতী শব্দ। তেমনি ক্যালেন্ডার দেয়ালবর্তী শব্দ। নীল শব্দটি বিষণ্ন। শৈশবের নাম রাজা কনডম। শব্দটি আবার পবিত্র। উদোম ১৮+ হলেও শৈশবের সাথে তার কারবার। জুতো একটি মাটিবর্তী শব্দ। বৃক্ষ শব্দটির রং সবুজ। কালো শব্দটি রাতের। মায়া শব্দটির নাম চোখ। আকাঙ্ক্ষা শব্দটির নাম ঠোঁট। তেমনি শাড়ি একটি বউবাচক শব্দ। পা দশ হাত দূরত্বে দাঁড়ানো বাবার মুখ। পাঞ্জাবি বাবাময় শব্দ। মা শব্দটির নাম রক্ত, নাড়ি ও অন্যান্য প্রদাহ। ফুটবল একটি পা-ভাঙা শব্দ। নৌকো জলবর্তী শব্দ। এভাবে তুমি একটি পুরুষনিকট শব্দ। স্বামী একটি পরস্ত্রীকাতর শব্দ। দরোজা বন্ধ করার আগে যে-শব্দটা খুলে যায় তার নাম মা, দেশ। তবে রাষ্ট্র একটা অকালপোয়াতি শব্দ, যে মাকে তুলে দেয় খদ্দেরের হাতে!

● লেখক : জয়ন্ত জিল্লু, চট্টগ্রাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন