হাসি-কান্নাহীন আকাশ
আকাশটা এখন আর সময় মত কাঁদে না
আষাঢ় আসে, শ্রাবণ আসে, তবুও কাঁদে না।
তাই বলে যে সুখে আছে এমনতো নয়
আকাশটা দুঃখে কষ্টে অতিষ্ট।
কাঁদতেও জানে না, হাসতেও জানে না
শুধু তার বুকে দিবালোকের স্বপ্ন।
শখ করে আগের মতো আর সাজে না।
একসময় মনে হয়েছিলো, বিদ্যৎ চমকানো মানেই—চোখ ইশারা,
চাঁদনি রাতটাকে মনে করেছিলাম, আকাশ রানীর উজ্জ্বলতা
অমাবস্যাটাকে মনে করেছিলাম, হয়তোবা সুখের সাথে অভিমান।
মনেহয় পাষণ্ড আকাশের বয়স হয়েছে
তাই আগের মতো হাসতেও জানে না, কাঁদতেও জানে না।
● লেখক : আদিল ফকির, রংপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন