মেনু

রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

মজনুর রহমান : তিনটি কবিতা

একটা সমূহ কাতরতা

একটা সমূহ কাতরতার ভেতর দিয়ে ব্যপ্ত হচ্ছে সব—
কফিশপের সব অল্প আলো এবং আঁধারগুলো 
টেবিলের চারদিকে ঘোরে ফেরে—নানাবিধ প্রস্তাবনা দেয়;
যার কোন রঙ আমি জানি না—
এমন একটা রঙের জন্যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হয়,
কফির মগে শেষ চুমুক দিয়ে সেই কাতরতাকে ভেতরে নেয়া পর্যন্ত 
অপেক্ষা করে ওয়েটার।



ফুরিয়ে যাবার আগে

একটা চায়ের কাপে ধোঁয়া উঠতে দেখা ভালো লাগে,
চায়ের কাপে অনেক অনেক গল্প, ফুরিয়ে যাবার অপেক্ষা
থাকে অসংখ্য অনুমান আর পুড়ে যাবার ভয়।
চায়ের কাপে ধোঁয়া উঠতে দেখা ভালো লাগে, 
এক কাপ চা যেন নিজস্ব পৃথিবী, ফুরিয়ে যাবার আগে।

তোমার বুদবুদ 

১.
সন্ধ্যার অন্ধকারে ভেসে ওঠে তোমার বুদবুদ
এক দিকে কাত হয়ে ঢেউ গুণতে থাকি,
পাতার ফাঁকে ডুকরে ওঠে ডাহুকের স্বর।

২.
একটা নিছক স্পর্শের বাদামি গন্ধ
আম্মার শাড়ির মতো বাতাসে উড়ে চলেছে,
কতকাল পরিচিত স্বরের ভেতর অচেনা দুঃখ বসে আছে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন