মেনু

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

সুজন কুতুবী-এর কবিতা

একজন কবি

আমি কখনও কবিতা প্রসব করতে চাইনে,
আমার কবিতা দেবী পোয়াতি,
যে কোন মুহুর্তে ঘটতে পারে বিচ্ছুরণ।
আমার চোখ ধনাত্মক আধানে ভরা,
এখানে ইলেক্ট্রনের অস্তিত্ব নেই।
কেবল নিকষ আঁধারে,
মূর্তি হয়ে জলে উঠে
বিশুদ্ধ নগরীর কালোকায়া।
যেখানে পানশালায় নিমগ্ন মোয়াজ্জিন,
তমিস্রায় ফেঁটে যায় ভ্রূণ,
সেখানে আমার কবিতারা,
আমার প্রেমেরা অমলিন।
গন্তব্যহীন শহরের এই কাজী,
সিদ্বান্তহীন কুবের মাঝি।
আজ অস্থিরতা আর খরা জেগেছে,
তামাম বঙে,
উলাবিবি আর বসন্ত বিবিদের দৌরাত্মা,
সেখানে একজন কবি
মহাবীর রুস্তম।
একজন কবির কলম,
আমীর হামজার তলোয়ার।
মানবতা যেখানে,
দেয়াল সফেদ কারুকার্যের চারুকলা।
যেখানে অনাহারীর হাঁড় দিয়ে,
তৈরী হয় পাঁচ তারকা মোটেল।
যেখানে বস্ত্রহীনের শোকাশ্রু দিয়ে,
তৈরী হয় লক্ষ লক্ষ গার্মেন্টস কারখানা।
যেখানে হাজতীর অপেক্ষার রোদনে,
সৃষ্টি হয় কাস্ফিয়ান।
সেখানে একজন কবি,
হয়ে উঠে তৈমুর লঙ,
একজন রাবণ।
_____________

1 টি মন্তব্য: