মেনু

সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

আবু হাসান শাহরিয়ার -এর কবিতা

আঠারো জুলাই
বিরহেরও ছন্দবোধ আছে
ষোলো বা সতেরো নয়
ওর মাত্রা আঠারোই ছিল--
পয়ার বংশোদ্ভূত অক্ষরবৃত্তের সহোদরা
যে যায় সে চলে যায়; চলে যাবে বলে তার আসা
মনও বোঝে একরৈখিকতা--
তিনশ পয়ষট্টি থেকে বেছে নেয় একটি বৃষ্টিভেজা রাত
যে-রাতে মাতাল মাটি সোঁদাগন্ধা পুথি পাঠ করে
ষোলো বা সতেরো নয়
জুনে কিংবা আগস্টেও নয়
যেদিনই প্রয়াণ হোক, আমাকে কবর দিও
আঠারো জুলাই।
________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন